ঢাকা, রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

গণিত অলিম্পিয়াডে বাংলা‌দেশের ব্রোঞ্জ পদক জয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:১৮, ১২ জুলাই ২০২৩  

গণিত অলিম্পিয়াডে বাংলা‌দেশের ব্রোঞ্জ পদক জয়

গণিত অলিম্পিয়াডে বাংলা‌দেশের ব্রোঞ্জ পদক জয়

জাপানে ৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। ৬ সদস্যের এ দলের মধ্যে ৩ জন পেয়েছেন এ পদক। তারা হলেন- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নুজহাত আহমেদ, ঢাকা কলেজের এস এম এ নাহিয়ান, রংপুর আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শাহরিয়ার হোসেন।

এছাড়া সম্মানজনক স্বীকৃতি পে‌য়ে‌ছেন ২ জন। তারা হলেন- ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের দেবপ্রিয় সাহা রায় ও চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জিতেন্দ্র বড়ুয়া।

বুধবার জাপানের চিবা শহরে সমাপনী পর্বের মাধ্যমে শেষ হয়েছে এবারের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। গত ৭ জুলাই শুরু হয় অলিম্পিয়াডের ৬৪তম আসর।

গত ৫ জুলাই বাংলাদেশ গণিত দল জাপানের উদ্দেশে রওনা দেয়। বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুব মজুমদার ৩ জুলাই জাপানে পৌঁছেছেন এবং উপ-দলনেতা রৌপ্য পদকজয়ী বাংলাদেশ গণিত দলের সাবেক সদস্য নূর মোহাম্মদ শফিউল্লাহ যুক্তরাষ্ট্র থেকে জাপানে যান ৬ জুলাই।

বাংলাদেশ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছে ১৯ বার। এ আয়োজনে এখন পর্যন্ত ১টি সোনা, ৭টি রৌপ্য ও ৩২টি ব্রোঞ্জপদক এবং ৩৮টি সম্মানজনক স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশ।

সর্বশেষ
জনপ্রিয়