ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

চীন থেকে উপহার পাওয়া টিকা দেওয়া হচ্ছে কিশোরগঞ্জে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:১৪, ২০ জুন ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

চীন থেকে উপহার হিসেবে পাওয়া সিনোফার্মের টিকা কিশোরগঞ্জে পুশ করা শুরু হয়েছে। ১৯ জুন শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের টিকা প্রদানের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করা হয়।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. তানভির হাসান, সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. অনুপম ভট্টাচার্য, জেলা বিএমএ সম্পাদক ডা. এমএ ওয়াহাব বাদল, ডা. আবুল বাশার, ডা. আবিদুর রহমান জিমি প্রমুখের উপস্থিতিতে টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়। চীনের উপহার হিসেবে বাংলাদেশকে দেয়া টিকা থেকে কিশোরগঞ্জকে দেয়া হয়েছে ২৭ হাজার ৬শ’ ডোজ। গত ১৬ জুন রাতে ফ্রিজিং ভ্যানে করে এসব টিকা কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছানো হয়েছে। এবারের টিকাগুলো অগ্রাধিকারের ভিত্তিতে মেডিক্যাল কলেজ ও নার্সিং শিক্ষার্থীদের দেয়া হবে বলে সিভিল সার্জন জানিয়েছেন। এর আগে কিশোরগঞ্জে এস্ট্রা জেনেকার টিকা এসেছে এক লাখ ৪০ হাজার ডোজ। এর মধ্যে এক লাখ ৩৫ হাজার ৬৮৬ ডোজ টিকা প্রদান সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়