ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

ছোট থেকেই পাওয়ার হিটিং খেলতে ভালো লাগে প্রত্যাশার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ১৭ জানুয়ারি ২০২৩  

ছোট থেকেই পাওয়ার হিটিং খেলতে ভালো লাগে প্রত্যাশার

ছোট থেকেই পাওয়ার হিটিং খেলতে ভালো লাগে প্রত্যাশার

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর সোমবার আসরের নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। এদিন শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করে বাংলাদেশ দল। দলের জয়ে এ দিন বড় ভূমিকা রেখেছেন ওপেনার আফিয়া হুমায়রা আনাম প্রত্যাশা।

ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ৪৩ বল খেলে ৫ চার ও ৩ ছক্কার সাহায্যে ৫৩ রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন প্রত্যাশা। ম্যাচ শেষে জানালেন বড় একটি জুটি গড়ার চেষ্টাই করছিলেন তিনি। এছাড়া পাওয়ার হিটিং শট খেলা ছোট বেলা থেকেই পছন্দ বলে জানান এই ওপেনার।

প্রত্যাশা বলেন, ‘যেহেতু আমরা অনেক ভালো একটা শেপের মধ্যে আছি, তো সামনের ম্যাচগুলোতে ভালো কিছু করব। পাওয়ার হিটিং শটটা ছোটবেলা থেকেই আমার খেলতে ভালো লাগে। আমি যখন অনূর্ধ্ব-১৯ ক্যাম্পে আসি, প্রস্তুতি চলাকালে স্যাররা আমার মধ্যে এই প্রতিভা দেখতে পান। এজন্য তারা আমাকে নিয়ে অতিরিক্ত কিছু কাজ করেছেন। সেখান থেকেই পাওয়ার হিটিং শটগুলো খেলা।’

প্রত্যাশা যোগ করেন, ‘অনেক ভালো লাগছে। দেশের জন্য কিছু করতে পারছি, আগামীতে অনেক ভালো কিছু করতে চাই। আমি উইকেটে যখন যাই, তখন টিকে থাকা ও বড় একটা জুটি গড়ার চেষ্টা করছিলাম। আমার সঙ্গে যে আমার সঙ্গী ছিল, ওনাকে বারবার বলছিলাম আমরা একটা বড় জুটি গড়ব। আমরা সফল হয়েছি।’

সর্বশেষ
জনপ্রিয়