ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জিম্বাবুয়ে ক্রিকেটের পুরো মৌসুম বাতিল ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৫০, ৫ মে ২০২০  

করোনাভাইরাসের প্রকোপে জিম্বাবুয়ে ক্রিকেটের ২০১৯-২০ ঘরোয়া মৌসুম বাতিল ঘোষণা করেছে দেশটির বোর্ড। এর ফলে সেখানে প্রথম শ্রেণি বা ৫০ ওভারের টুর্নামেন্টের কোনো চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে না। 

করোনার কারণে ১৮ মার্চ থেকে দেশটির ক্রিকেট বন্ধ হয়ে যায়। ৩০ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন চলছে। ৩ মে লকডাউন শেষ হওয়ার কথা থাকলেও তা আরো ২ সপ্তাহ বাড়িয়েছে দেশটির সরকার।  

যখন খেলা বন্ধ হয়েছিলো তখন প্রথম শ্রেণির ক্রিকেটে শীর্ষে ছিলো ঈগলস। অপরদিকে ৫০ ওভারের টুর্নামেন্টে শীর্ষে ছিলো টার্কার্স। আটটি করে ম্যাচ বাকি ছিলো প্রত্যেক দলের। যখন টুর্নামেন্ট স্থগিত হয়ে যায় তখন, ঈগলস, টাস্কার্স ও রেঞ্জার্স ৬টি করে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলো। মাউন্টেনিয়ার্স ও রাইনোস খেলেছিলো ৫টি করে ম্যাচ। লিস্ট এ তে রাইনোস মাত্র ৪টি ম্যাচ খেলেছিলো। যার ফলে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ঘোষণা অশোভনীয় বলেই মনে করে জিম্বাবুয়ে ক্রিকেট। 

জিম্বাবুয়ে ক্রিকেটের পরিচালক হ্যামিল্টন মাসাকাদজা বলেন, আমরা মৌসুম শেষ করার চিন্তা করছিলাম। কিন্তু আমাদের দেশের এবং বাইরের পরিস্থিতি বিবেচনা করে আমাদের মনে হয়েছে, এই অবস্থায় টুর্নামেন্ট পুনরায় শুরু করা বাস্তবসম্মত নয়। যার ফলে জিম্বাবুয়ে ক্রিকেট ২০১৯-২০ ক্রিকেট মৌসুম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু প্রতিটি দল সমান সংখ্যক ম্যাচ খেলেনি তাই কোনো চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে না। 

সর্বশেষ
জনপ্রিয়