ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

টাঙ্গাইলের নাগরপুরে স্থায়ী দূর্যোগ বিষয়ক আদেশাবলী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৪, ১৩ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের নাগরপুরে “দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী
(এসওডি)-২০১৯” বাস্তবায়ন ও অবহিকরণ প্রশিক্ষণ কর্মশালা
২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুন) সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত উপজেলা পরিষদ মিলয়াতনে অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নাগরপুর উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করেন। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে
উপস্থিত ছিলেন এলডিপি অতিরিক্ত সচিব শাহ্ মোহাম্মদ নাছিম (পরিকল্পনা ও উন্নয়ন) দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়।

উপজেলা পর্যায়ে দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি)-২০১৯ যথাযথ বাস্তবায়ন ও অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, নাগরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মাসরুর, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা, কৃষি কর্মকর্তা আব্দুল মতিন
বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদ। এ সময় ১২টি ইউনিয়নের চেয়ারম্যান ও সচিববৃন্দ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়