ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

টিকাদানে দেশ করোনা মোকাবিলায় সক্ষম হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:২৯, ২৭ জানুয়ারি ২০২১  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভ্যাকসিন ব্যবস্থাপনার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি আমরা টিকাদান কার্যক্রমে সফল হব। টিকাদানের মাধ্যমে দেশ করোনাভাইরাস মোকাবিলায় সক্ষম হবে।

বুধবার (২৭ জানুয়ারি) কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্ধোধন করে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সব জায়গায় চিঠি দিয়ে রেখেছিলাম। যাতে করে আগে টিকা পাই। আমরা চেষ্টা করেছি, যার টিকা আগে হবে সেটাই পেতে। এর মধ্যে অক্সফোর্ডের টিকা আপনারা জানেন দেশে এসেছে। এখন আমরা প্রয়োগ করছি।

তিনি বলেন, আমি সব সময় টিকা পাওয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়েছি। এক হাজার কোটি টাকা আলাদা করে রেখেছিলাম। কারণ দেশের মানুষকে আমি সর্বোচ্চ গুরুত্ব দেই।

টিকাদান কর্মসূচির সমালোচনাকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, টিকাদান কর্মসূচি শুরুর আগে এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আপনারা জানেন আমাদের দেশে কিছু মানুষ আছে যারা সবকিছু নিয়ে নেতিবাচক কথা বলে। টিকাদান কর্মসূচি নিয়েও তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছেন। সবকিছু নিয়ে সমালোচনা করা তাদের রোগ। জানি না এই রোগের কোন ভ্যাকসিন আছে কি না।

সর্বশেষ
জনপ্রিয়