ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

টোকিও অলিম্পিক: স্পেনকে হারিয়ে ব্রাজিলের শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৮, ৮ আগস্ট ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাত্র এক মাস আগেই কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে ব্রাজিলের শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়েছিল। তবে এক মাসের মাঝেই অন্য একটি শিরোপার স্বাদ পেয়েছে দলটি। স্পেনকে ২-১ ব্যবধানে হারিয়ে টোকিও অলিম্পিকের ফুটবলে সোনা জিতেছে সেলেসাওরা।

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে বেশ শক্তিশালী দল গঠন করেই অলিম্পিকে এসেছিল ব্রাজিল। ৩৮ বছর বয়স্ক অভিজ্ঞ দানি আলভেসের অধীনে শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে গতবারের চ্যাম্পিয়নরা।

ফাইনালে ৪৬ মিনিটেই গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ম্যাথিয়াস কুনহা। তবে ৬০ মিনিটে গোল করে স্পেনকে ম্যাচে ফেরান ওরায়জাবাল। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। 

ম্যাচের ১০৭তম মিনিটে ম্যালকম গোল করার পর তা আর শোধ করতে পারেনি স্পেন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আনন্দের কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলের অনেক খেলোয়াড়। 

এর আগে ২০১৬ রিও অলিম্পিকেও সোনা জিতেছিল ব্রাজিল। আজকের জয়ে অলিম্পিকে আর্জেন্টিনা, সোভিয়েত ইউনিয়ন ও উরুগুয়ের সঙ্গে যুগ্নভাবে দুটি করে সোনা জয়ের গৌরব অর্জন করলো ব্রাজিল।

তিনবার করে সোনা জিতে এই তালিকার শীর্ষে আছে গ্রেট ব্রিটেন ও হাঙ্গেরি।

সর্বশেষ
জনপ্রিয়