ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

তাইওয়ানের আকাশে চীনের ড্রোন, গুলি চালাল সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৯, ৪ আগস্ট ২০২২  

তাইওয়ানের আকাশে চীনের ড্রোন, গুলি চালাল সেনাবাহিনী

তাইওয়ানের আকাশে চীনের ড্রোন, গুলি চালাল সেনাবাহিনী

তাইওয়ানের কিনমেন অঞ্চলের আকাশসীমায় ঢুকে পড়া দুটি চীনা ড্রোনের ওপর গুলি চালিয়েছে দেশটির সেনাবাহিনী। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টিটিবসের স্পিকার ন্যান্সি প্যালোসি দেশটি ছাড়ার আগেই এ ঘটনা ঘটে।

তাইওয়ান নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবার পিপল লিবারেশন আর্মির (পিএলএ) দুটি ড্রোন তাইওয়ানের আকাশসীমায় দেখা গেল। 

কিনমেন সেনাবাহিনীর প্রতিরক্ষা কমান্ড বৃহস্পতিবার জানায়, বুধবার রাতে কিনমেন ও বেইডিং দ্বীপের আকাশসীমার ২০০ মিটারের ওপরে অজ্ঞাত যুদ্ধ বিমান উড়ছিল। পরে বিশ্লেষণের মাধ্যমে সেগুলো ড্রোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আকাশসীমায় যুদ্ধের প্রস্তুতি ও গোপন কর্ম বাস্তবায়নের জন্য ড্রোনের উপস্থিতি দেখে তাৎক্ষণিক উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। ড্রোনকে লক্ষ্য করে গুলি চালিয়ে আমাদের আকাশসীমা থেকে সরে যাওয়ার সতর্ক করাও হয়েছে।

মন্ত্রণালয় আরো জানায়, এ প্রথমবার পিএলএ’র কয়েকটি ড্রোন কিনমেনের আকাশসীমায় ঢুকে পড়েছিল। 

সর্বশেষ
জনপ্রিয়