ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তারেক রহমানের আয়ের উৎস জুয়া খেলা: মতিয়া চৌধুরী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৬, ২৫ ফেব্রুয়ারি ২০২১  

কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী

কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী

কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আমাদের বানানো কথা নয়, তারেক রহমান লিখিত জবানবন্দী দিয়ে বলেছেন, তার আয়ের উৎস জুয়া খেলা। তিনি লন্ডনে ক্যাসিনো চালিয়ে টাকা উপার্জন করেন। অথচ এরাই আবার ইসলামের জন্য কাইন্দা জারে জার হইয়া যায়। 

বুধবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নয়াবিল উচ্চ বিদ্যালয় মাঠের এ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, এসিল্যান্ড সঞ্চিতা দেসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ছেলে-মেয়েদের হীরের টুকরো উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, 'লেখাপড়া আচার-আচরণ, ভদ্রতা, নম্রতায় এদের ধার কাছেও কেউ নেই। পুতুল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে জাতিসংঘের দূত হয়েছেন। জয় তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। রেহানার ছেলে গবেষণা নিয়ে অসাধারণ কাজ করছেন। এরা স্বপ্নেও ভাবেন না অনৈতিক কিছু করার।'

তিনি আরও বলেন, 'বেগম জিয়াকে সরকার আটকে রাখেনি। তত্ত্বাবধায়ক সরকারের সময় ওনার বক্তব্যের ভিত্তিতে মামলা হয়েছে। তিনি বলেছেন, ব্যাংক থেকে উনি বেআইনিভাবে এতিমদের টাকা উঠিয়েছেন। কাজেই এতে সরকারের কোনো দায় নেই।'

বিএনপির আন্দোলন সর্ম্পকে মতিয়া চৌধুরী বলেন, 'যে দলের নেত্রী নিজেই স্বীকার করেন এতিমের টাকা চুরি করেছেন। সেই দলের নেতারা বলেন চুরি করেন নাই। তাহলে প্রশ্ন ওঠে, খালেদা জিয়াকে ছেড়ে দিলে কি তারা আবার এতিমের টাকা, পাবলিকের টাকা মাইরা দেবে এজন্য আন্দোলন করছে বিএনপি?'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক ও উদার বলেই সাজা হওয়ার পরও খালেদা জিয়া বাড়িতে আছেন মন্তব্য করে তিনি বলেন, 'শেখ হাসিনা ছাড়া অন্য কেউ হলে খালেদা জিয়াকে জেলেই থাকতে হত। কাজেই প্রধানমন্ত্রীর কাছে বিএনপির কৃতজ্ঞ থাকা উচিৎ।'

এদিন নিজ তহবিল থেকে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া, নালিতাবাড়ী ইউনিয়ন, নয়াবিল, পোড়াগাঁও, নন্নী, রাজনগর, কলসপাড়া ও নালিতাবাড়ী পৌরসভার ৩ হাজার মানুষের হাতে কম্বল তুলে দেন মতিয়া চৌধুরী।

সর্বশেষ
জনপ্রিয়