ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

তাড়াইলে কোভিড-১৯ টিকাদান কেন্দ্র পরিদর্শন করলেন এমপি চুন্নু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:২৫, ১১ এপ্রিল ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড-১৯ টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নীচতলায় স্থাপিত কোভিড-১৯ টিকাদান কেন্দ্রটি তিনি পরিদর্শনে যান।

টিকাদান কার্যক্রম পরিদর্শন ও স্বাস্থ্যসেবা সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক স্বাস্থ্যসেবার দিক-নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু এমপি।

এসময় তাঁর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূঞা শাহীন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তারেক মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আলমাছ হোসেন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. বদরুল হাসান রনি প্রমুখ।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়