ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

তিন গুণীজন পেলেন ‘লেখমালা সম্মাননা’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৮, ১৭ মার্চ ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

তিন গুণীজনকে ‘লেখমালা সম্মাননা’ দেয়া হয়েছে। তারা হলেন কবিতায় কবি মাসুদার রহমান এবং ছোটকাগজ সম্পাদনায় সিলেট থেকে প্রকাশিত ‘বুনন’ সম্পাদক খালেদ উদ-দীন। 

তবে এবারই প্রথম লেখমালা শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য অধ্যাপক ‘গোলাম রসূল স্মৃতিপদক’ প্রবর্তন করেছে। প্রথমবারের মতো এই পদক পেয়েছেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাবিদ হিসেবে সম্মানিত বাগেরহাট সরকারি প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোজাফফর হোসেন। 

কবি মামুন মুস্তাফা সম্পাদিত মন ও মননের ছোটকাগজ লেখমালা তৃতীয়বারের মতো ‘লেখমালা সম্মাননা’ দিলো তিন গুণীকে। 

শনিবার রাজধানীর কাঁটাবনের কবিতাক্যাফে নামের একটি বুকশপে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সাহিত্য ও শিক্ষার নানা শাখায় গৃরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিন গুণীকে এ সম্মাননা দেয়া হয়। 

লেখমালা সম্পাদক, কবি মামুন মুস্তাফার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে কবি শিহাব সরকার, আতাহার খান ও মজিদ মাহমুদ উপস্থিত থেকে সম্মানিতদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

সর্বশেষ
জনপ্রিয়