ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ত্রিশালে আশ্রয়ন প্রকল্প নির্মাণের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:০৫, ১৩ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশাল শনিবার উপজেলার ২য় পর্যায়ের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। 

এ সময় আশ্রয়ণ প্রকল্পের ঘরের সঠিক উচ্চতা,মাটির নিচের লেয়ার,নির্মাণ সামগ্রী, ঘরের ভিত্তি পরীক্ষা করে দেখা হয়। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক,ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান,ত্রিশাল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মতিন সরকার,ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলাম,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ ছানোয়ার হোসেন,উপজেলা প্রকৌশল অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সদস্যসহ স্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এছাড়া উপজেলা পরিষদ সভা কক্ষে আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়নে "উপজেলা টাস্কফোর্স" কমিটির সদস্যবৃন্দের সাথে জেলা প্রশাসক ময়মনসিংহ মোহাম্মদ এনামুল হক মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়