ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

দুই ঘণ্টায় পুঁজিবাজারে ৮শ কোটি টাকার লেনদেন

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ১০ জানুয়ারি ২০২১  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম দুই ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ৮০০ কোটি টাকার বেশি। বেড়েছে সূচকের পাশাপাশি বেশির ভাগ কোম্পানির দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই এক্স ২০ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৪২ দশমিক ২৬ পয়েন্টে। ডিএসই শরীয়াহ সূচক ৬ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৭২ দশমিক ৬০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৬ দশমিক ৭০ পয়েন্টে।

বাজার বিশ্লেষণ করে দেখো গেছে, আলোচ্য সময়ে ৩৬১ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯৯ টি কোম্পানির। দর কমেছে ১০৪ টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৫৮ টি কোম্পানির।

অপর দিকে দেশের অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূচকের সাথে বেড়েছে বেশির ভাগ কোম্পানি ও ইউনিটের দর। রোববার সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২১৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৯টি কোম্পানির । দর কমছে ৮৫ টি কোম্পানির । দর অপরিবর্তিত রয়েছে ৩২ টি কোম্পানির। দুই ঘন্টায় সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৮০ লাখ ৯৯ হাজার টাকা।

সর্বশেষ
জনপ্রিয়