ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দেশকে দ্রুত উন্নয়নশীল থেকে উন্নত দেশে রুপান্তর করা হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:১৯, ২৭ আগস্ট ২০২১  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যত প্রতিকুলতাই আসুক দেশকে উন্নয়নশীল থেকে উন্নত দেশে রুপান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আরো আগেই বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে যেত বলেও জানান তিনি।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার স্মৃতিচারণ করে বলেন, স্বাধীনতা বিরোধীরা সব সময় আন্তর্জাতিক একটি মহলের সমর্থন ও সহযোগিতা পেয়েছে। জাতির পিতার উদারতার সুযোগ নিয়েই তাকে আক্রান্ত করা হয়েছে। ১৫ আগস্ট আক্রান্তের খবর পেয়ে সেনাবাহিনী সহ অনেককে ফোন করেছিলেন বঙ্গবন্ধু, কিন্তু কেউ তাদের দায়িত্ব পালন করেনি। সেদিন খন্দকার মোশতাক বিশ্বাস ঘাতকতার জন্য জিয়ার ওপর ভরসা করেছিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেয়ার পরও জিয়াউর রহমান পাকিস্তান বাহিনীর সদস্য হিসেবে কাজ করেছিলেন। জিয়া সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এমন কোন প্রমাণ নেই। তাকে ধরে এনে মুক্তিযুদ্ধের ঘোষণা পাঠ করানো হয়।

শেখ হাসিনা বলেন, ৭৫ এর ঘাতক দালালরাই পরবর্তী এ দেশকে আবারো পাকিস্তানের একটি প্রদেশ বানিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু তা কখন সফল হবে না।

সর্বশেষ
জনপ্রিয়