ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৩০, ১৭ ডিসেম্বর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড় জেলায় বাড়ছে শীতের তীব্রতা। উত্তরের হিমেল বাতাস ও প্রচণ্ড শীতের কারণে পঞ্চগড়ের তাপমাত্রা অনেকটা কমে গেছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

গত মঙ্গলবার থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যায়। এ ছাড়াও দিনের বেলা রোদের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি। সারাদিন ঠাণ্ডা আবহাওয়া বিকালে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পায়। এলাকায় শীতের তীব্রতা বেড়ে গেলেও এখনও সরকারিভাবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেক কম।

পঞ্চগড়ের তেতুঁলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ দৈনিক অধিকারকে বলেন, হিমালয়ের কাছে হওয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে বেশ ঠাণ্ডা অনুভূত হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, শীতে জর্জরিত অসহায়, দরিদ্র পীড়িত মানুষদের শীত নিবারণে আমরা কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করছি। সঙ্গে শুকনো খাবার দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, শীতার্তদের জন্য সরকারিভাবে ২১ হাজার ২০০টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে। পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মাধ্যমে এগুলো বিতরণ করা হয়েছে। আরও বরাদ্দের জন্য চিঠি পাঠানো হবে।

তিনি সরকারের পাশাপাশি শীতার্তদের সহায়তায় সামর্থবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়