ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে একমত বাংলাদেশ ও ব্রাজিল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:০৯, ৫ ফেব্রুয়ারি ২০২৩  

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে একমত বাংলাদেশ ও ব্রাজিল

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে একমত বাংলাদেশ ও ব্রাজিল

দ্বিপাক্ষিক বাণিজ্য আরও জোরদারে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ব্রাজিল। যৌথ উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্যবসা-বাণিজ্যকে এগিয়ে নিতে ব্রাজিলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (এপেক্স ব্রাজিল) এর সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে এফবিসিসিআই।

গতকাল শ‌নিবার (৪ ফেব্রুয়ারি) এফবিসিসিআইয়ের পক্ষ থে‌কে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে। ব্রাজিলে অবস্থিত এপেক্স ব্রাজিলের প্রধান কার্যালয়ে গত বুধবার (১ ফেব্রুয়ারি) এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এফবিসিসিআইয়ের পক্ষে সভাপতি মো. জসিম উদ্দিন এবং এপেক্স ব্রাজিলের পক্ষে বিজনেস ডিরেক্টর আনা পাওলা রেপেজ্জা এতে সই করেন।

এই চুক্তির আওতায়, অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক তথ্য, ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত দক্ষতা, কৌশল এবং প্রযুক্তি বিনিময়ে কাজ করবে উভয় দেশ। এই সমঝোতা দুই দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, স্টার্টআপ, ইনকিউবেশন সেন্টার, গবেষণা প্রতিষ্ঠানসহ সব অংশীজনের সক্ষমতা উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে বলে মনে করছে এফবিসিসিআই এবং এপেক্স ব্রাজিল।

চুক্তি অনুযায়ী, এপেক্স ব্রাজিল এবং এফবিসিসিআই বাংলাদেশ ও ব্রাজিলের বাণিজ্য ও অর্থনৈতিক প্রতিনিধিদলের সফরে সহায়তা প্রদানের পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ স্থাপনে সর্বোচ্চ সহযোগিতা করবে।

সর্বশেষ
জনপ্রিয়