ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দ্রুততম সময়ে মামলার চার্জশীট প্রদান শুরু কিশোরগঞ্জে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৪, ২৭ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের বিভিন্ন থানায় দ্রুততম সময়ের মধ্যে মামলার অভিযোগপত্র প্রদানের চর্চা শুরু হয়েছে। এতে বাদী পক্ষের হয়রানি আর অনিশ্চয়তা কেটে যাচ্ছে। কিছু হত্যাকাণ্ড, অস্বাভাবিক মৃত্যু বা মারামারির ঘটনায় মেডিক্যাল সার্টিফিকেট প্রাপ্তিতে দীর্ঘসুত্রিতা না হলে এসব মামলার অভিযোগপত্রও দ্রুততর সময়ের মধ্যে দেয়া সম্ভব বলে পুলিশ বিভাগ সূত্রে জানা গেছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক পিপিএম জানিয়েছেন, তিনি জুনের প্রথম দিনই একটি চুরির মামলার (মামলা নং ১) অভিযোগপত্র দিয়েছেন ৩৬ ঘণ্টায়। ১৭ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় একটি মামলার (মামলা নং ২৯) অভিযোগপত্র দিয়েছেন ৩৬ ঘণ্টায়। এছাড়া ১৬ ও ১৯ জুন দু’টি চুরির মামলার অভিযোগপত্রও দিয়েছেন ৩৬ ঘণ্টায়। তিনি জানিয়েছেন, মাস দুয়েক আগে সদর থানাধীন মহিনন্দ এলাকায় রাতের বেলায় রিকশা ছিনতাই করতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক খুন হয়েছেন। সেই ঘটনায় ঘাতক হাতেনাতে আটক হলে আদালতে তার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। এই মামলার অভিযোগপত্রও দ্রুততর সময়ের মধ্যে দেয়া সম্ভব ছিল। কিন্তু লাশের ময়না তদন্ত হয়েছে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে। সেখান থেকে ময়না তদন্ত প্রতিবেদন এখনও না আসায় অভিযোগপত্র আটকে আছে। এরকম অনেক মামলার মেডিক্যাল সার্টিফিকেট প্রাপ্তিতে বিলম্ব হওয়ায় অভিযোগপত্র প্রদানও বিলম্বিত হয়ে যায় বলে তিনি মন্তব্য করেছেন। ওসি জানিয়েছেন, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদের নির্দেশনায় জেলার সব থানাতেই দ্রুততম সময়ের মধ্যে অভিযোগপত্র দেয়ার চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়