ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় কঠোর লকডাউন জারী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৯, ৩ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নওগাঁ জেলায় বর্তমান করোনা পরিস্থিতির প্রেক্ষিতে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় কঠোর লকডাউন জারী করা হয়েছে। সেই সাথে জেলার সাপাহার ও পেরশা সীমান্তবর্তী উপজেলার সকল হাটবাজার ও স্থায়ী দোকান, মান্দা উপজেলার চৌবাড়িয়াহাটসহ নওগাঁ জেলার সাথে রাজশাহী, চাপাইনবাবগঞ্জ ও আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন সকল হাটবাজার বন্ধ ঘোষনা করা হয়েছে। ৩ জুন’২০২১ থেকে ৯ জুন’২০২১ পর্যন্ত সাত দিনের জন্য এই বিধিনিষেধ জারী করা হয়েছে।

কঠোর এই লকডাউনের আওতায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় সকল প্রকার গণ
পরিবহন, শপিংমলসহ অন্যান্য দোকানপাট, গরুছাগলের হাটসমূহ, খাবারের দোকান,
হোটেল রেঁস্তোরা এবং সকল এনজিও বনধ থাকবে। তবে সকাল ৭টা থেকে বেলা আড়াইটা
পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্তস্থানে কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়
বিক্রয় করা যাবে। ঔষধের দোকান খোলা থাকবে। এ ছাড়াও সরকারী অফিস ও ব্যাংক সমূহ
মন্ত্রিপরিষদ বিভাগ, প্রযোজ্য ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ও সরকারের অন্যান্য নির্দেশনার
আলোকে শুধুমাত্র জরুরী কাজে সীমিত লোকবল নিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করতে
হবে। এই বিধিনিষেধের আওতাধীন এলাকায় সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতি
প্রয়োজন ব্যতিত কোনভাবেই কেহ বাড়ির বাইরে বের হওয়া যাবেনা।

এই নির্দেশনার আওতায় আমের আড়ৎ বা বাজার পৃথক জায়গায় ছড়িয়ে ক্রয়-বিক্রয় করা
যাবে। সরাসরি বাগান থেকে ট্রাকে করে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম
পরিবহন চালু থাকবে।

নওগাঁ জেলা সদর থেকে আন্তঃজেলা এবং জেলা সদর থেকে ুপজেলা পর্যায়ে নকলপ্রকার
যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে রোগি পরিবহনকারী এ্যামবুলেন্স, জরুরী পণ্য পরিবহন
এবং জরুরী সেবা-পরিসেবা ও জরুরী সরকারী গাড়ির ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে
না।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়