ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

নওগাঁর আত্রাইয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে ভায়া টেষ্ট পরীক্ষার উদ্বোধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:০০, ১৭ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নওগাঁর আত্রাইয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বিনামূল্যে ভায়া টেষ্ট (জরায়ুতে ক্যান্সার) পরীক্ষার উদ্বোধন করা হয়েছে। বুধবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপির সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এর উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, যুগ্ম সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, আরএমও ডা. আরিফ হাসান, ডা. জাকারিয়া হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি সাংবাদিকদের জানান, সরকারী ছুটির দিন বাদে সব দিন এ পরীক্ষা চলবে। ৩০ থেকে ৬০ বছর বয়সী মেয়েরা এবং যে সকল মেয়ের বিয়ের বয়স ১০ বছর হয়েছে তারাও পরীক্ষা করাতে পারবেন । পরীক্ষা করাতে রোগীকে জাতীয় পরিচয় পত্র সাথে আনতে হবে। বল্য বিয়ের কারনে এ রোগের সংখ্যা বাড়ছে বলে ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে না দিতে অভিভাবকদের আহবার জানান তিনি।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়