ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নকলায় কারোনা মোকাবেলায় স্বাস্থ্য সেবা প্যাকেজ প্রচারণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:১৭, ১৩ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির (এইচপিএনএসপি) আওতায় স্বাস্থ্য অধিদপ্তরাধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুারো’র লাইফস্টাইল, হেল্থ এন্ড প্রমোশন কার্যক্রমের আওতায় স্বাস্থ্য শিক্ষা সেবা প্যাকেজ কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যাপী করোনার মহামারীর বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে শেরপুরের নকলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য শিক্ষা সেবা প্যাকেজ প্রচারণা করেছেন।

প্যাকেজ প্রচারণার অংশ হিসেবে করোনা ভাইরাস সম্পর্কে সর্বসাধরনকে সচেতন করতে জনসচেতনতামূলক লোকগান, লিফলেট বিতরণ, নাটিকা এবং স্বাস্থ্যবিধিসহ বিভিন্ন বিষয়ে প্রদর্শনী ভিত্তিক প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।

‘মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ, তবেই করোনামুক্ত হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের ৬৪ জেলার ১২৮টি উপজেলার সাধারণ মানুষকে সচেতন করার লক্ষে লোকগান, নাটিকা, বিজ্ঞাপন ও ক্যারাভান প্রদর্শনীসহ বিভিন্ন প্রচরণামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়