ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নবীনগর পৌরসভার ১১৯ কোটি টাকার বাজেট ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৬, ৩০ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় ২০২১-২২ অর্থ বছরের জন্য ১১৯ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৭৯১ টাকা ২৫ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নবীনগর পৌরসভা মিলনায়তন কক্ষে স্বাস্থ্য বিধি মেনে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস।

বাজেট ঘোষণা ও উন্মুক্ত আলোচনায় উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব মোহাম্মদ বেলজুর রহমান খান, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. জামাল উদ্দিন, কাউন্সির, শিক্ষানুরাগী, সুধিমহলসহ সাংবাদিকরা।

উন্মুক্ত বাজেট আলোচনায় প্রশ্নের জবাবে পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস বলেন, বাজেটটিতে ভৌত অবকাঠামো উন্নয়ন, শহরের জলাবদ্ধতা দূরীকরণ, ময়লা আবর্জনামুক্ত পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে বেশ কিছু বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়েছে। শহরে জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেস ব্যবস্থা ও চলাচলের জন্য রাস্তাঘাট সংস্কার এবং সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে শহরকে যানজট মুক্ত রাখতে প্রদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও পৌর এলকার খাল গুলি অবমুক্ত করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন মেয়র।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়