ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

নান্দাইলে সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:০৮, ৩ মার্চ ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

২০২০-২১ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে ময়মনসিংহের নান্দাইলে রবি মৌসুমে স্থাপিত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২ মার্চ) বিকাল সাড়ে ৩টায় মুসুল্লি ইউনিয়নের মেরেঙ্গা ব্লকে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক মো.ইমাম উদ্দিনের সভাপতিত্বে এবং উপসহকারি কৃষি অফিসার মোঃ গোলাম ইয়াহিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল  উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাদিয়া ফেরদৌসি। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি অফিসার হোসনে আরা, আজিজুল মতিন প্রমুখ।

উক্ত মাঠ দিবসে ২ শত জন কৃষক অংশগ্রহণ করেন। বক্তারা এসময় সরিষার আবাদ বৃদ্ধি করার জন্য করণীয় সম্পর্কে আলোচনা করেন। এসময় উপস্থিত কৃষকরা পরবর্তী রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধি করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. রেজাউল করিম বলেন, রোপা আমন এবং বোরো ফসলের মাঝামাঝি সময়ে যদি সরিষার আবাদ বৃদ্ধি করা যায় তাহলে দেশে সয়াবিন আমদানি দুই তৃতীয়াংশ কমে যাবে। ফলে তৈলজাতীয় ফসলে আমরা স্বয়ংসম্পূর্ণ হব এবং দেশে তৈল আমদানি হ্রাস পাবে। অর্থনৈতিকভাবেও কৃষক হবে স্বাবলম্বী। 

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়