ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নালিতাবাড়ীতে পেঁয়াজ আবাদ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৫, ১৩ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেরপুরের নালীতাবাড়ি উপজেলায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আউশ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধিতে করনীয় শীর্ষক উপজেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১২ জুন (শনিবার) নালিতাবাড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি করণ প্রকল্পের সহযোগিতায় বিনা উপকেন্দ্র নালিতাবাড়ী’র প্রশিক্ষন কক্ষে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন – কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল মজিদ।স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষনা উপ কমিটির সদস্য কৃষিবিদ বদিউজ্জামান বাদশা।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মোহিত কুমার দে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার আলমগীর কবীর।

এসময় উপজেলার সহকারী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন এবং বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীসহ সাংবাদিক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়