ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নিকলীতে ২৫টি গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর দেয়া ঘর হস্তান্তর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৩, ২০ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলীতে আজ ২০ জুন ২০২১ রোজ রবিবার সকাল ১১টায় নিকলী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের  মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২য় পর্যায়ে ৫৩,৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের ভার্চুয়্যাল অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে সারাদেশের ন্যায় নিকলীতে ২৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও নামজারি কৃত জমির দলিল হস্তান্তর করেন নিকলী উপজেলা পরিষদ ও নিকলী উপজেলা প্রশাসন।

উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আসসাদিক জামান।

এ সময় আরো উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দছ ভূঞা জনি, উপজেরা ভাইস-চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইস-চেয়ারম্যান রেজিয়া আক্তার, নিকলী থানা অফিসার ইনচার্জ শামছুল আলম ছিদ্দিকী, উপজেলা প্রকৌশলী মোঃ আঃ গণি, উপজেলা কৃষি সম্পাষরণ কর্মকর্তা মাহবুবুল আলম লেলিন, উপজেলা মৎস কর্মকর্তা ইসমাঈল হোসেন, মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবু দিপক কুমার বিশ^াস, বীর মুক্তিযোদ্ধাগণ, নিকলী উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিকসহ নিকলী উপজেলা বিভিন্ন সরকারি কর্মচারি কর্মকর্তাগণ প্রমুখ।

মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারগুলি পেয়ে অসহায় ভূমিহীন, গৃহহীন তাদের প্রাণ ফিরে পেয়েছে। তারা মাননীয় প্রধানমন্ত্রীর মঙ্গল কামনা করেছেন। 

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়