ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

নিত্যপণ্যের বাজার-ফার্মেসিতে ভোক্তা অধিদফতরের অভিযান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫১, ১৪ জুন ২০২০  

রাজধানীর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার, ফার্মেসি ও চিকিৎসা সরঞ্জাম বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদফতর। এ সময় ৩ প্রতিষ্ঠান থেকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার রাজধানীর কাওরান বাজার, পান্থপথ বউ বাজার,কাঠালবাগান বাজার, মোহাম্মদপুর  টাউন হল বাজারসহ কয়েকটি এলাকায় এ অভিযান চালানো হয়।

অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা বলেন, করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে ওষুধসহ  চিকিৎসা সরঞ্জামের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশে অধিদফতরের নিয়মিত ও বিশেষ বাজার তদারকি কার্যক্রম চলছে।

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করার জন্য ব্যবসায়ীদের ধন্যবাদ ও এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান তিনি। এছাড়া করোনা পরিস্থিতিতে দেশের সব ভোক্তা ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য ক্রয় বিক্রয়ের অনুরোধ জানান।

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুম আরেফিন ও বিকাশ চন্দ্র দাস এ অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়