ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

পথচারীর মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে পাকুন্দিয়ায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৪২, ১২ এপ্রিল ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ৩০০ জন সাধারণ পথচারীর মাঝে মাস্ক, সাবান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসাধারণকে সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে এ কর্মসূচী পালন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ বিশিষ্ট ঠিকাদার মো. বোরহান উদ্দিন এর উদ্যোগে এসব সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু ম্যুারালের সামনে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান।

এসময় আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিনসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ গেটের সামনে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের পথচারীসহ পৌরসদর বাজারে ঘুরে ঘুরে এসব মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করেন বোরহান উদ্দিন।

বোরহান উদ্দিন বলেন, ‘করোনা মহামারির শুরু থেকে আমি সাধারণ মানুষের পাশে রয়েছি। মাস্ক, সাবান, হ্যান্ডগ্লাভস, গুরুত্বপূর্ণ পয়েন্টে হাত ধোয়ার বেসিন স্থাপন ও ত্রাণ বিতরণসহ সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছি।

বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। সমাজের অন্যান্যদেরও অসহায় মানুষের পাশে থাকার জন্য অনুরোধ করছি।’

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়