ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পরিচ্ছন্নতা যেকোনো রোগ থেকে সুরক্ষিত রাখে: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪২, ১৫ মে ২০২১  

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল

পরিষ্কার-পরিচ্ছন্নতা যে কাউকেই যেকোনো রোগ থেকে সুরক্ষিত রাখে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

শুক্রবার জামালপুরের ইসলামপুরে ঈদুল ফিতরের নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা জানান।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ইসলাম ধর্ম হলো সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও শান্তির ধর্ম। ইসলাম ধর্ম পালনের মাধ্যমেই একজন মুসলিম আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠেন। ইসলাম ধর্মে বলা হয়ে থাকে, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আর এ পরিষ্কার-পরিচ্ছন্নতা যে কাউকেই যেকোনো রোগ থেকে সুরক্ষিত রাখে। তাই দৈনন্দিন জীবনে ইসলামী অনুশাসন মেনে চললে প্রাণঘাতী করোনা মহামারিও মোকাবিলা করা সম্ভব।

তিনি আরো বলেন, টানা এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর বিশ্ব মুসলিম জাহানের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত একটি দিন। বিশ্বের প্রত্যেক মুসলমান ব্যক্তি বিশেষের জন্যই মহান আল্লাহতায়ালা প্রদত্ত রহমত ও খুশির দিন হলো পবিত্র ঈদুল ফিতর। করোনা মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আজকে সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপিত হচ্ছে। করোনা সংক্রমণ ও মৃত্যুহার কমিয়ে আনতে যার যার অবস্থান থেকেই উদ্যোগী হয়ে সরকারকে সহযোগিতা করতে হবে। ইসলামী অনুশাসনের পাশাপাশি সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ দ্রুত কমানো সম্ভব হবে। 

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী সবাইকে ধৈর্যের সঙ্গে ঐক্যবদ্ধভাবে করোনা মহামারি মোকাবিলায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

সর্বশেষ
জনপ্রিয়