ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পাকুন্দিয়ায় ১৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৭, ১২ এপ্রিল ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আউশ ফসলের প্রণোদনা হিসেবে রোববার (১১ এপ্রিল) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র পর্যায়ের ১৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

খরিপ-১/২০২১-২২ মৌসুমের প্রণোদনার আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব বীজ ও সার বিতরণ করে।

এছাড়া কৃষকদের মাঝে তিনটি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়।

সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ, সার ও কম্বাইন হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল হাসান আলামিন, পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুছ ছালাম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল হাসান আলামিন জানান, খরিপ-১/২০২১-২২ অর্থবছরে আউশ ফসলের প্রণোদনা হিসেবে প্রান্তিক ও ক্ষুদ্র পর্যায়ে ১৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

প্রত্যেক কৃষক বিঘা প্রতি সহায়তা হিসেবে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়