ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

পুঁজিবাজারে বড় উত্থানে চলছে লেনদেন

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৯, ১১ জানুয়ারি ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় উত্থানে লেনদেন চলছে। সোমবার প্রথম দুই ঘণ্টায় লেনদেনের পরিমাণ গত দিনের তুলনায় বেড়ে প্রায় ৯শ কোটি টাকায় অবস্থান করছে। সূচক বাড়লেও ডিএসইতে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রথম দুই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই এক্স ৭৩ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭০৭ দশমিক ৫৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২৩ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৭ দশমিক ৩২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫১ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৯ দশমিক ০২ পয়েন্টে।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, আলোচ্য সময়ে ৩৬১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৬টি কোম্পানির। দর কমেছে ১৭৪টির। অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির দর।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানি ও ইউনিটের দর।

সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২১৯টি কোম্পানির মধ্যে দুই ঘণ্টায় দর বেড়েছে ৮৬টি কোম্পানির। কমছে ৯৭টি কোম্পানির। এছাড়া অপরিবর্তিত আছে ৩৬টি কোম্পানির শেয়ারের দর।

দুই ঘণ্টায় সিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। একই সময়ে দেশের এই পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ২৭ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা।

সর্বশেষ
জনপ্রিয়