ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের উত্থানে চলছে লেনদেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৬, ১৫ মার্চ ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের দুই পুঁজিবাজারে সূচকের উত্থা‌নের মধ্য দিয়ে চলছে লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেন শুরুর পর থেকে প্রথম এক ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১৫১ কোটি টাকা। এ সময়ের মধ্যে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসইতে ১১টা ১৫ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বাড়ে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৩ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ২ পয়েন্ট।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৫টির। আর ১১৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

এদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ৭ কোটি ২০ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ১১৯ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ৩২টির, আর ৪৪টির অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়