ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হবিগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:০৯, ২৯ জুন ২০২২  

সংগৃহীত

সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার স্নানঘাট ইউনিয়নে এ ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

এছাড়াও উপজেলার কালাপুর আশ্রয়ণকেন্দ্রে ৮৪টি পরিবার ও অমৃতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়ণকেন্দ্রে বন্যাকবলিত ৯৫টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।

জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, শুধু বাহুবল উপজেলায় নয় জেলার সবকটি বন্যাকবলিত এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সহযোগিতা দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, বন্যায় যেন কোনো মানুষ খাদ্যের অভাবে কষ্ট না পান সে ব্যাপারে জেলা প্রশাসন তৎপর রয়েছে। এছাড়াও ত্রাণ, শুকনো খাবারের পাশাপাশি জেলাজুড়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে ৩০টি মেডিকেল টিম। বন্যার্ত মানুষদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেন জেলা প্রশাসক।

সর্বশেষ
জনপ্রিয়