ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ফরিদপুরে বিনামূল্যে ভ্রাম্যমাণ অক্সিজেন ব্যাংক সেবা চালু করেছে জেলা পুলিশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:০৫, ২৬ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা রোগীদের চিকিৎসা সেবায় বিনামূল্যে ভ্রাম্যমাণ অক্সিজেন ব্যাংক সেবা চালু করেছে ফরিদপুর জেলা পুলিশ। ‘জরুরি অক্সিজেন’ প্রয়োজনে কারো নিকট হতে ফোন পেলে সেখানেই পৌঁছে যাচ্ছে এই অক্সিজেন ব্যাংক।

এর তদারিক করছেন পুলিশ লাইন্সের রিজার্ভ অফিসার (আরআই) আনোয়ার হোসেন। তাকে সহযোগিতা করছেন পুলিশ লাইন্স হাসপাতালের মেডিকেল অ্যাসিস্টেন্ট মো. শাহজাহান।

ফরিদপুরের পুলিশ সুপারের নির্দেশনায় এ সেবা চালু করা হয়। এরপর শহরের গুহলক্ষীপুর মহল্লার ধাপোবাড়ি সড়কের বাসিন্দা আব্দুস সাত্তারের স্ত্রী তাহেরা বেগম শ্বাসের রোগী হওয়ায় তাকে সেবা দেয়ার মাধ্যমে শুরু হয় এ কার্যক্রম। ‘পাশে আছি আমরা, জেলা পুলিশ ফরিদপুর’ এ স্লোগান নিয়ে চলছে এই সেবা কার্যক্রম।

ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, করোনা সংক্রমণের কথা বিবেচনা করে সরকারি হাসপাতালের পাশাপাশি জেলা পুলিশের উদ্যোগে বিনামূল্যে ভ্রাম্যমাণ অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে। যেখানে যখন প্রয়োজন সেখানেই অক্সিজেন সেবা দেওয়া হবে। আমরা প্রত্যেকের অক্সিজেন সেবা নিশ্চিত করতে চাই। 

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়