ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ফুলপুরে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর পেয়ে পাল্টে যাচ্ছে জীবনযাত্রার চিত্র

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪, ১২ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর পেয়ে পাল্টে যাচ্ছে অসহায় মানুষের জীবনযাত্রার চিত্র। উপজেলা প্রশাসন থেকে তাদের ঘরের জমির দলিল ও চাবি পেয়ে স্বপ্নের বাড়িতে বসবাস যেন রূপকথার গল্প। শুধু কি বসবাস? জীবনমানের উন্নয়ন, খেলাধুলাসহ বিনোধনমূলক কাজের চিত্র থেকে তারা বঞ্চিত হতে চান না। অসহায় বৃদ্ধা মালেকা, পারুলী বেগম, আবেদের মতো অনেকেই ঘর পেয়ে যেমন আনন্দে আত্মহারা। তাদের সন্তানরাও পিছিয়ে নেই। সুন্দর ও মনোরম পরিবেশে এসব ঘরের টিনের চালের ওপর বিভিন্ন চ্যানেল উপভোগ করার জন্য সংযোগ করেন ডিশ লাইন।

ফুলপুর উপজেলার ‘ক’ শ্রেণির ৯৭ জন উপভোগকারী সরকারিভাবে জমিসহ ঘর পেয়েছেন। এতে করে পাল্টে যাচ্ছে তাদের জীবনযাত্রার পথ।

উপজেলা সূত্রে জানা যায়, ফুলপুর সদর ইউনিয়ন, পয়ারী, রহিমগঞ্জ, বালিয়া, বওলা, রামভদ্রপুর, ছনধরা, ভাইটকান্দির এলাকার অসহায় মানুষ এসব ঘর পেয়েছেন। শুক্রবার সরেজমিন পরিদর্শন করতে গিয়ে উপভোগকারীদের সাথে কথা বললে আবেগ প্রবণ হয়ে পড়েন ইউএনও শীতেষ চন্দ্র সরকার। এ সময় ছনধরা ইউনিয়নের হাটপাগলা গ্রামের এক উপভোগকারীর টিনের চালার ওপর ডিশ লাইনের সংযোগ দেখতে পান তিনি। এ সময় তাদের মনোবল দেখে খুশি হন ইউএনও শীতেষ চন্দ্র সরকার।

খোঁজ নিয়ে জানা যায়, নগুয়ায় একসাথে  ৪৪টি ঘরের উপভোগকারীদের ঠিকানা এখন শেখ হাসিনা পল্লী। প্রধানমন্ত্রীর প্রশংসা ছিল প্রতিটি ঘরের উপভোগকারীদের মুখেমুখে। সরকারি-বেসরকারি লোকজনের পরিদর্শনে বিভিন্ন সহায়তা পেয়ে ভালোভাবেই চলছে তাদের জীবন। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী এসব ঘরের উদ্ভোধন করবেন এবং তাদের সাথে কথা বলবেন।

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শীতেষ চন্দ্র সরকার বলেন, এসব অসহায় মানুষ প্রধানমন্ত্রীর দেওয়া ঘর উপহার পেয়ে অনেক খুশী হয়েছেন। উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়