ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ফেনী পৌর নির্বাচনে ৯ কেন্দ্রে কোনো ভোট পাননি বিএনপি প্রার্থী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:০৩, ৩১ জানুয়ারি ২০২১  

বিএনপি প্রার্থী আলাল উদ্দিন

বিএনপি প্রার্থী আলাল উদ্দিন

ফেনী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার (৩০ জানুয়ারি)। রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। এতে দেখা গেছে ৯টি কেন্দ্রে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলাল উদ্দিন কোনো ভোট পাননি। জেলায় তার জনপ্রিয়তা না থাকায় সেটির প্রভাব পড়েছে ভোটকেন্দ্রে। এজন্যই ৯টি কেন্দ্রে ভোটশূন্য ফলাফল এসেছে আলাল উদ্দিনের।

শনিবার রাত ৮টায় শহরের মিজান রোডে ফেনী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী ফেনী পৌরসভার ৪৫টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফল ঘোষণা করেন। 

এ সময় ঘোষিত ফলাফলে দেখা যায়, পৌরসভার ১৪ নং ওয়ার্ডের মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী পেয়েছেন এক হাজার ১ ভোট, ধানের শীষের প্রার্থী আলাল উদ্দিন কোনো ভোট পাননি। একইভাবে মহিপাল সরকারি কলেজ (কমার্স কলেজ) কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন এক হাজার ৬৫৭ ভোট, ধানের শীষ কোনো ভোট পাননি। ১৩ নং ওয়ার্ডের দক্ষিণ চাড়িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে এক হাজার ৭১৪ ভোট, ধানের শীষ কোনো ভোট পাননি। ৩ নং ওয়ার্ডের সহদেবপুর খায়রুল এছহাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন দুই হাজার ৮০১ ভোট, ধানের শীষ কোনো ভোট পাননি। 

ফেনী বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন এক হাজার ৯৮০ ভোট, ধানের শীষ কোনো ভোট পাননি, ৪ নং ওয়ার্ড বিরিঞ্চি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়(১) কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯৬২ ভোট, ধানের শীষ কোনো ভোট পাননি, বিরিঞ্চি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়(২) কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন এক হাজার ৩৬৩ ভোট, ধানের শীষ কোনো ভোট পাননি, ৮ নং ওয়ার্ডের বারাহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন এক হাজার ১২ ভোট, ধানের শীষ কোনো ভোট পাননি এবং ১ নং ওয়ার্ডের ফেনী পিটিআই প্রাইমারি স্কুল কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯৬২ ভোট, ধানের শীষ কোনো ভোট পাননি। 

এদিকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মিয়াজী স্বপন। বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ৬৯ হাজার ৩০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আলাল উদ্দিন আলাল পেয়েছেন এক হাজার ৯৪৯ ভোট।

ফেনী পৌরসভার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারী জানান, ফেনী পৌরসভায় মোট ৯১ হাজার ৬৬২ ভোটারের মধ্যে ৭২ হাজার ৬৫৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ পৌরসভায় ৪৫টি কেন্দ্রে ৭৯ দশমিক ২৬ ভাগ ভোটার ভোট দিয়েছেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়