ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ফেসবুকের তথ্য ফাঁস! জানবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১১:২৩, ৮ এপ্রিল ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁস হচ্ছে! এই নিয়েই এখন আতঙ্ক চারপাশে। নিজের তথ্য ফাঁস হয়েছে কি না, এ নিয়ে উদ্বেগে রয়েছে ফেসবুক ব্যবহারকারীরা। ফাঁস হওয়া অ্যাকাউন্টগুলোর তালিকায় আপনার নাম আছে কি না, এই বিষয়টি নিশ্চিতে সহযোগিতা করছে ‘হ্যাভআইবিনপনড’ ওয়েবসাইট।

ইউরোপের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টিএনডাব্লিউ এক প্রতিবেদনে এই ওয়েবসাইটটি সম্পর্কে জানানো হয়। তথ্য ফাঁস হওয়া ফেসবুক ব্যবহারকারীদের ই-মেইল আইডি একসঙ্গে নিজেদের সাইটে আপলোড করেছে হ্যাভআইবিনপনড ডটকম। এই তালিকায় আপনার মেইল আইডি আছে কিনা তা নিশ্চিত হতে পারবেন। এরজন্য় কয়েকটি ধাপ পেরুতে হবে আপনাকে।

প্রথমেই হ্যাভআইবিনপনড ডটকম সাইটে প্রবেশ করুন। এবার নির্ধারিত ঘরে আপনার ই-মেইল আইডি টাইপ করে পাশের অপশনে ক্লিক করুন।

আপনার ই-মেইল আইডি যদি ফাঁস হয়ে থাকে তবে আপনি একটি সতর্ক বার্তা পাবেন।

আপনার ই-মেইল ফাঁস হয়ে থাকলে সতর্কবার্তা পাওয়ার পর পরই পাসওয়ার্ড পরিবর্তন করুন।

একইসঙ্গে চালু করতে হবে টু-ফ্যাক্টর অথেনটিকেশন।

প্রতিবেদনে জানানো হয়, হ্যাভআইবিনপনড ডটকম ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ফাঁস হওয়া ফোন নম্বরগুলোও একসঙ্গে আপলোডের বিষয়টি বিবেচনায় রেখেছে।

বিশ্বে বর্তমানে অন্তত ১০৬টি দেশের প্রায় ৫৩ কোটি ৩০ লাখেরও বেশি ফেসবুক গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে। বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরাও রয়েছে এই তালিকা। যার সংখ্যা ৩৮ লাখেরও বেশি।

সর্বশেষ
জনপ্রিয়