ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বগুড়ায় করোনা জনসচেতনতায় ক্যারাভ্যান উদ্বোধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪৩, ১৪ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনা বাড়াতে বগুড়ার সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল প্রাঙ্গণে ‘ক্যারাভ্যান’ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৩ জুন) সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশু ‘ক্যারাভ্যান’ উদ্বোধন করেন।

ক্যারাভ্যান হলো স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ অ্যান্ড প্রমোশন কার্যক্রমের আওতায় একটি স্বাস্থ্য শিক্ষা সেবা প্যাকেজ। সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে ‘মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ, তবেই করোনামুক্ত হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে দেশের ৬৪ জেলার ১২৮ উপজেলায় পর্যায়ক্রমে ক্যারাভ্যান প্রদর্শনীসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চালানো হবে।

ক্যারাভ্যান বগুড়ার কয়েকটি জনবহুল স্থানে জনসেবামূলক লোকগান, নাটিকা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন প্রদর্শনী ভিত্তিক প্রচারণা চালাবে। রোববার সাতমাথা মুজিব মঞ্চ, চ্যালোপাড়া এলাকার শাপলা চত্বর, মাটিডালি বিমান মোড় ও চারমাথা বাস টার্মিনাল হয়ে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেবে এই ক্যারাভ্যান।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়