ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৪, ২০ জানুয়ারি ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ার মোকামতলা বাজার হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (১৯ জানুয়ারি) জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃত হামিদুর রহমান ওরফে খালেদ মাহমুদ ওরফে আবু তাসফিয়া সুমন (৩৯) নরসিংদী জেলার রায়পুর উপজেলার কাচারীকান্দি গ্রামের মাওলানা মাহমুদুর রহমানের ছেলে। গ্রেফতারকৃত ব্যক্তি আনসার আল ইসলামের দাওয়াহ বিভাগের সক্রিয় সদস্য ।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছে হতে পাঁচটি নিষিদ্ধ জিহাদি বই, দশটি প্রচারণার লিফলেট উদ্ধার করা হয়েছে।

আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে আনসার আল-ইসলামের দাওয়াতি বিভাগের সক্রিয় সদস্য বলে জানায়। দাওয়াতি কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য তিনি বিভিন্ন জেলা সফর করেন। নিষিদ্ধ ঘোষিত আনসার আল-ইসলামের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তার যােগাযােগ। নিষিদ্ধ ঘােষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামকে সংগঠিত করার লক্ষ্যে তিনি দাওয়াতি কার্যক্রমসহ ধর্মীয় উগ্রবাদ প্রচার করে আসছিলেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়