ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

বাণিজ্য-ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তাজিকিস্তান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫১, ১ অক্টোবর ২০২২  

বাণিজ্য-ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তাজিকিস্তান

বাণিজ্য-ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তাজিকিস্তান

উজবেকিস্তানের বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম তাসখন্দে তাজিকিস্তানের রাষ্ট্রদূত রহমনজোদা আবদুজাব্বর আজিজির সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে বাংলাদেশ ও তাজিকিস্তানের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রদূত।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রা‌তে রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম তার ভেরিফায়েড ফেসবুকে এসব তথ্য জানান।

রাষ্ট্রদূত জানান, তাজিকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে ফলপ্রসূ বৈঠকে ফরেন অফিস কনসালটেন্ট (এফওসি), বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর, কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা-মুক্ত ভ্রমণে চুক্তি স্বাক্ষর, দ্বৈত কর পরিহার, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তাজিক জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা, উদ্যোক্তাদের জন্য বিনিয়োগের সুযোগ, সংস্কৃতি, পর্যটন, ফার্মাসিউটিক্যালস, আরএমজি এবং টেক্সটাইল ক্ষেত্রে সহযোগিতা ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অব তাজিকিস্তানের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে দুই রাষ্ট্রদূত দু’দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতার বিষয়ে একমত হয়েছেন বলেও জানান তিনি।

রাষ্ট্রদূত জাহাঙ্গীর উজবেকিস্তান ছাড়াও আফগানিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তানের ‘সমদূরবর্তী’ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ
জনপ্রিয়