ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বান্দরবানে অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক অনুদান বিতরণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:২৩, ১৩ জুন ২০২১  

বান্দরবানে নানা জটিল রোগে আক্রান্ত অসহায় রোগী ও অসচ্ছল শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসব চেক বিতরণ করেন।

পার্বত্য মন্ত্রীর বাসভবনের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, সিভিল সার্জন অং সুই প্রু, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মিলটন মুহুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৩০ অসুস্থ অসহায় রোগীদের জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ১৫ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। অন্যদিকে শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ২৯ জন অসচ্ছল ছাত্রছাত্রীদের ১০ হাজার টাকা করে চেক দেয়া হয়েছে।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়