ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

বাসে আগুন, বিএনপি নেত্রী নিপুণ রায় রিমান্ডে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৬, ৩০ মার্চ ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাসে আগুন দেয়ার ঘটনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ দুজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেয়া অপর আসামি হলেন- আরমান হোসেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার এসআই সুদীপ কুমার বিশ্বাস তাদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন।

এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।

উল্লেখ্য, নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে রোববার (২৮ মার্চ) নিপুণ রায়কে ঢাকার রায়েরবাজার বাসা থেকে গ্রেফতার করে র‌্যাব। আর আরমানকে কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। পরে নিপুণ রায় ও আরমান হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

এর আগে নিপুণ রায়ের বিরুদ্ধে মুঠোফোনের মাধ্যমে আরমান হোসেনকে নাশকতামূলক কর্মকাণ্ড করার নির্দেশনা দেয়ার অভিযোগ আনা হয়েছে। ওই মুঠোফোন রেকর্ডে নিপুণ রায় বাসে বা যেকোনো গাড়িতে আগুন লাগানোর জন্য আরমানকে নির্দেশ দিতে শোনা গেছে।

সর্বশেষ
জনপ্রিয়