ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

বিএনপিতে সরকার বিরোধী বক্তব্য না বলতে নির্দেশ তারেক রহমানের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৫১, ২২ জানুয়ারি ২০২১  

তারেক রহমান

তারেক রহমান

করোনা ভ্যাক্সিনে দুর্নীতি হয়েছে, এমন অভিযোগ এনে বিএনপির নেতারা বর্তমানে একাধিকবার গলা ফাটিয়ে বক্তব্য দিয়েই যাচ্ছেন। তবে দুর্নীতি নিয়ে বেশি কথা বলতে বিএনপি নেতাদের একেবারে নিষেধ করে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মূলত দুর্নীতিবিরোধী কথাবার্তা বলায় বিএনপির অতীতের চিত্র জনগণের সামনে চলে আসছে। যার কারণে বিরোধী দলকে দোষারোপ করতে গিয়ে নিজের রাজনৈতিক অবস্থান হারাচ্ছে বিএনপি- এমন শঙ্কায় দুর্নীতি ও অপশাসন নিয়ে নেতাদের মেপে কথা বলারও পরামর্শ দিয়েছেন তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপির একজন নেতার বরাতে তারেকের এমন নির্দেশনার বিষয়ে জানা গেছে।

দুর্নীতি ও আইনের শাসন নিয়ে ক্ষমতাসীন দলকে দোষারোপ করতে তারেক রহমানের পরামর্শের বিষয়ে জানতে চাইলে যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালিক বলেন, রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে অতি উৎসাহী কিছু নেতা-কর্মী দলের নাম ভাঙ্গিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়ে। যেটি বিএনপির শাসনামলেও হয়েছে। কিছু নেতার কারণে বিএনপি সরকারকে দুর্নীতির দায়ভার নেয়ায় দলের ইমেজ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। যার কারণে তারেক রহমান বর্তমান সরকারকে দুর্নীতিবিষয়ক দোষারোপ করতে নেতাদের কৌশলী হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি আরো বলেন, দুর্নীতি ও রাষ্ট্রীয় অপশাসনের বিষয়টি নিয়ে বক্তব্য দিতে গিয়ে বারবার ক্ষমতাসীনদের সমালোচনায় তীরবিদ্ধ হচ্ছে বিএনপি। দুর্নীতিবিরোধী বক্তব্য দিলেই ঘুরে-ফিরে বিএনপি প্রশ্নবিদ্ধ হয়। অতীত কিছু ভুলের জন্য বিএনপিকে আজো মূল্য দিতে হচ্ছে। এছাড়া রাজনীতি হলো কৌশলের খেলা। এখানে কৌশলই হলো মূল অস্ত্র। তবে বেশিরভাগ বিএনপি নেতা ক্ষমতাসীনদের কৌশলের কাছে পরাজিত হচ্ছে। যার কারণে বিএনপি নেতাদের মেপে মেপে কথা বলতে পরামর্শ দিয়েছেন তারেক রহমান।

সর্বশেষ
জনপ্রিয়