ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

বিটকয়েন গ্রাহকদের তথ্য ফাঁস

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১০:৩৭, ৩১ ডিসেম্বর ২০২০  

বিটকয়েনও অনিরাপদ। ছবি: সংগৃহীত

বিটকয়েনও অনিরাপদ। ছবি: সংগৃহীত

ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন গ্রাহকদের ব্যক্তিগত গোপন তথ্য অনলাইনে প্রকাশ করে দিয়েছে সাইবার অপরাধীরা। হ্যাক হওয়া তথ্যের মধ্যে অন্যতম হচ্ছে- গ্রাহকদের পুরো নাম, ইমেইল ঠিকানা, মোবাইল নম্বর ও ডাক ঠিকানা।

ঘটনা এখানেই শেষ হতে পারতো! কিন্তু সাইবার অপরাধীরা বেশ কয়েকজন গ্রাহকের ইমেইলে হুমকি দিয়ে বার্তা পাঠিয়েছে, এরই সঙ্গে অর্থও চেয়েছে।

গত জুলাইয়ে ফ্রান্সভিত্তিক ক্রিপ্টোকারেন্সি ও বিটকয়েন হার্ডওয়্যার ওয়ালেট ‘লেজার’ থেকে গ্রাহকদের তথ্য চুরি করা হয়। সম্প্রতি সেসব তথ্য রেইড ফোরামে প্রকাশিত হয়েছে।

রেইড ফোরামে সাধারণত সাইবার অপরাধীরা হ্যাক করা গুরুত্বপূর্ণ তথ্য বেচা-কেনা করে। এই এক ঘটনায় ‘লেজার’ ওয়েবসাইটে সংরক্ষিত থাকা দুই লাখ ৭০ হাজারেরও বেশি গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে।

এর আগে তৃতীয় একটি পক্ষকে লেজারের ই-কমার্স ও মার্কেটিং সংক্রান্ত ডেটাবেজের নিয়ন্ত্রণ দেয়া হয়েছিল বলে শোনা যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন বলছে, ক্রিপ্টোকারেন্সির বিনিময় হার সাম্প্রতিক হারের চেয়ে ১০ থেকে ১৫ গুণ বাড়িয়ে দিয়েছে সাইবার অপরাধীরা।

সর্বশেষ
জনপ্রিয়