ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বিধিনিষেধ অমান্য করায় খাবার রেস্তোরাঁয় মসিকের ভ্রাম্যমাণ অভিযান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৯, ২৯ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা ভাইরাস রোধে সরকার কতৃক আরোপিত বিধিনিষেধ অমান্য করে দোকানের ভেতরে বসিয়ে খাওয়ানোর অভিযোগে ২৮ জুন সোমবার বিকেলে নগরীর নতুনবাজার ও গাঙ্গিনাপাড় এলাকার তিনটি রেঁস্তোরাকে মোট ৩ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি মাস্ক বিতরণ করেন এবং মাস্ক পরিধানে জনসাধারণকে সচেতন করেন। তিনি জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার নির্ধারিত বিধিসমূহ নিশ্চিতে নিয়মিত কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। তিনি আরো জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এসময় সিটি কর্পোরেশন সেনিটেশন কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল সহ মসিকের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং পুলিশ বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়