ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

বিপিএল : খুলনার বিপক্ষে চট্টগ্রামের লড়াকু সংগ্রহ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:০০, ২০ জানুয়ারি ২০২৩  

বিপিএল : খুলনার বিপক্ষে চট্টগ্রামের লড়াকু সংগ্রহ

বিপিএল : খুলনার বিপক্ষে চট্টগ্রামের লড়াকু সংগ্রহ

দেখতে দেখতে একদম শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষদিনের প্রথম ম্যাচে লড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। যেখানে আগে ব্যাট করে লড়াকু সংগ্রহ পেয়েছে চ্যালেঞ্জার্স।

নির্ধারিত ২০ ওভারে চট্টগ্রামের সংগ্রহ ৯ উইকেটে ১৫৭ রান।

দিনের শুরুতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। বল হাতে শুরুতেই সাফল্য পায় তার দল। দলীয় ৮ ও ব্যক্তিগত ৬ রানে সাজঘরে ফেরেন ম্যাক্স ও'দৌদ। তাকে আউট করেন মোহাম্মদ সাইফউদ্দিন।

শুরুর ধাক্কা সামলে ৭০ রানের বড় জুটি গড়েন আফিফ হোসেন ধ্রুব ও উসমান খান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলা উসমানকে আউট করে জুটি ভাঙেন আমাদ বাট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম।

বাকিদের মাঝে আফিফ ৩৫, দারউইশ রাসুলি ২৫, খাওয়াজা নাফে ৫, জিয়াউর রহমান ১১ ও শুভাগত হোম ১ রান করেন। শেষদিকে ফরহাদ রেজার ৯ বলে ২১ রানের অপরাজিত ক্যামিওতে চট্টগ্রামের লড়াকু সংগ্রহ নিশ্চিত হয়।

খুলনার হয়ে ওয়াহাব রিয়াজ চারটি, সাইফউদ্দিন দুটি এবং আমাদ বাট একটি করে উইকেট শিকার করেন।

সর্বশেষ
জনপ্রিয়