ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বুয়েটে চূড়ান্ত ভর্তি পরীক্ষা হবে ১০ জুলাই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ১২ মে ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী চূড়ান্ত ভর্তি পরীক্ষা হবে ১০ জুলাই। এরআগে প্রাথমিক বাছাই পরীক্ষা হবে ৩০ জুন ও ১ জুলাই। 

মঙ্গলবার (১১ মে) বুয়েটের একাডেমিক কাউন্সিলের বৈঠকে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।

মঙ্গলবার সন্ধ্যায় বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. ফোরকান উদ্দিন বলেন, আজ আমাদের একাডেমিক কাউন্সিলের বৈঠক ছিল। সেখানে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়। তাই আগের ঘোষণা অনুযায়ী ৩১ মে ও ১ জুন প্রাথমিক বাছাই ও ১০ জুন চূড়ান্ত পরীক্ষা হচ্ছে না। 

নতুন সূচি অনুযায়ী ৩০ জুন ও ১ জুলাই প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে ১০ জুলাই হবে চূড়ান্ত পরীক্ষা হবে।

এর আগে রোববার (৯ মে) দুপুরে বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ডিন অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ।

সর্বশেষ
জনপ্রিয়