ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ব্যাংক লেনদেনের সময় বাড়ানো হয়েছে আধা ঘণ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫১, ২৪ মে ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

চলমান লকডাউনে ব্যাংক লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন থেকে সকাল ১০টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। আর ব্যাংক খোলা থাকবে ৪টা পর্যন্ত।

রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো প্রজ্ঞাপন পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত প্রজ্ঞাপন প্রেক্ষিতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সোমবার থেকে ৩০ মে পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ে লেনদেন হবে সকাল ১০টা হতে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদন হবে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১৩ এপ্রিল ২০২১ তারিখে জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নং-১৫ এ প্রদত্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

সর্বশেষ
জনপ্রিয়