ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্যাংকগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৩৮, ২৪ মার্চ ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে সৃষ্ট রোগ (কোভিড-১৯) রোধে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে মঙ্গলবার সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার বিগত কয়েক মাসের তুলনায় কিছুটা বাড়ায় মন্ত্রিপরিষদ বিভাগ উদ্বেগ প্রকাশ করেছে। এ অবস্থায় সংক্রমণের হার রোধে আপনাদের ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীদের আবশ্যকীয়ভাবে মাস্ক পরা নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যাংকগুলোকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পাশাপাশি শাখা/আঞ্চলিক পর্যায়ে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহক পর্যায়ে পরিপালিত হচ্ছে কি-না, সে বিষয়ে মনিটরিং নিশ্চিত করার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়