ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভারতের মুম্বাইয়ে করোনার প্রকোপে ফের ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৭, ৩১ ডিসেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে সম্প্রতি ফের করোনার প্রকোপ শুরু হওয়ায় শহরটিতে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য কর্তৃপক্ষ। এ বিধিনিষেধ আগামী ৭ জানুয়ারি পর্যন্ত চলবে।

আসন্ন ইংরেজি নববর্ষ উদযাপনে মানুষ সমবেত হলে সংক্রমণ বেড়ে যেতে পারে- এমন আশঙ্কা থেকে মুম্বাইয়ে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়া হলো।

নতুন জারি করতে যাওয়া এই বিধিনিষেধের আওতায় মুম্বাইয়ে রেস্তোরাঁ, বার, পাব, এমনকি ঘরেও কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না। পাশাপাশি বর্ষবরণের উৎসবেও এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

নিষেধাজ্ঞা অমান্য করলে মহামারি আইন এবং ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, মহারাষ্ট্রে গত কয়েক দিন ধরেই বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯০০ জন। এর মধ্যে শুধু মুম্বাইয়ে ২ হাজার ৪৪৫ জনের করোনা শনাক্ত হয়। গোটা রাজ্যে ওমিক্রন শনাক্ত হয় ৩৮ জনের। তাদের কেউই সম্প্রতি বিদেশফেরত নন।

সর্বশেষ
জনপ্রিয়