ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ভারতের সবচেয়ে বেশি আয় করা ক্রিকেটার বুমরাহ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:১৭, ২৭ ডিসেম্বর ২০২০  

জাসপ্রিত বুমরাহ

জাসপ্রিত বুমরাহ

ভারত তো বটেই, বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে বেতন ভাতা থেকে শুরু করে সবই বেশি পেয়ে থাকেন তিনি। তবে ভারতের সবচেয়ে বেশি আয় করা ক্রিকেটার তিনি নন। সবাইকে অবাক করে চলতি বছরে ভারতের সবচেয়ে বেশি আয় করা ক্রিকেটার হয়েছেন ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ। 

ভারতীয় বোর্ডের দেয়া বার্ষিক পারিশ্রমিক ছাড়াও ম্যাচ প্রতি টাকা পান ক্রিকেটাররা। টেস্ট ম্যাচ খেলার জন্য দেয়া হয় ১৫ লক্ষ টাকা, এক দিনের ম্যাচের জন্য ৬ লক্ষ টাকা এবং টি-২০ খেলার জন্য ৩ লক্ষ টাকা করে দেয়া হয়।

এ ছাড়াও প্রতি বছর ভারতীয় দলের ক্রিকেটারদের গ্রেড অনুযায়ী টাকা দেয়া হয়। ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারদের ৪টি গ্রেডে ভাগ করা রয়েছে। এগুলো হলো এ+, এ, বি এবং সি। এ+ গ্রেডে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জাসপ্রিত বুমরাহ। 

এই বছর ৩টি টেস্ট, ৯টি এক দিনের ম্যাচ এবং ১০টি টি-২০ খেলেছেন কোহলি। এই ২২টি ম্যাচ খেলে তার আয় ১ কোটি ২৯ লক্ষ টাকা। অন্যদিকে বুমরাহ খেলেছেন ৪টি টেস্ট, যার মধ্যে রয়েছে শনিবার থেকে শুরু হওয়া বক্সিং ডে টেস্টও। এছাড়া নয়টি একদিনের ম্যাচ এবং ৮টি টি-২০ খেলেছেন তিনি। এই ২১টি ম্যাচ খেলে বুমরাহ এই বছর পেয়েছেন ১ কোটি ৩৮ লক্ষ টাকা।

কোহলি বক্সিং ডে টেস্ট খেললে তিনিই ম্যাচ ফি বাবদ আয়ের এই তালিকায় শীর্ষে থাকতেন। কারণ তার আয়ের সঙ্গে আরো ১৫ লক্ষ টাকা যোগ হতো। 

এ+ গ্রেডের আরেক সদস্য রোহিত শর্মা আয়ের দিক থেকে বেশ পিছিয়ে। চোটের জন্য ২০২০ সালে অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া সফরেও শুরুর দিকে ছিলেন না। তৃতীয় টেস্ট থেকে দলে থাকলেও সেই টেস্ট শুরু হবে ২০২১ সালে। ফলে এ বছর সেই ম্যাচ ফি বাবদ তার আর আয় হচ্ছে না। রোহিত এই বছর খেলেছেন তিনটি এক দিনের ম্যাচ এবং চারটি টি-২০। এই ৭ ম্যাচে তার আয় মাত্র ৩০ লক্ষ টাকা।

সর্বশেষ
জনপ্রিয়