ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

ভালুকা উপজেলা ছাত্রলীগের সুজন সরকার জানিয়েছেন ঈদ শুভেচ্ছা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৩, ১৫ মে ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ জেলায় ভালুকা উপজেলার ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক জনাব মোঃ সুজন সরকার দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। তিনি সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার আহ্বান করেন।

বাংলাদেশর ধর্মপ্রাণ মানুষকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজ নিম্নোক্ত শুভেচ্ছা বাণী প্রদান করেছেন:

“পবিত্র রামাদান মাস পবিত্র কুরআন নাজিলের মাস। আল্লাহ তা’লা মানবজাতির মুক্তি, কল্যাণ ও সুখ-সমৃদ্ধির জন্যই সর্বশেষ আসমানী কিতাব আল-কুরআন নাজিল করেছেন। পবিত্র রামাদান মাস আল্লাহ তা’লার পক্ষ থেকে তার বান্দাদের জন্য এক পবিত্র উপহার।

পবিত্র কুরআনের মাধ্যমে আল্লাহ তা’লা মানুষের অন্তরকে পাক-পবিত্র করে।আল্লাহ তাআলার উপর ভয় সৃষ্টি করে তাকওয়ার গুণে সমৃদ্ধ করতে চান। সেই তাকওয়ার গুণে সমৃদ্ধ ঈমানদার মানুষের সমাজই কেবল একটি উন্নত, শান্তিময় ও কল্যাণকামী রাষ্ট্রের উপহার দিতে পারে।

সুজন সরকার বলেন, দেশের জনগণ মহামারী করোনা নামক ভাইরাসের জন্য লগডাউন এ সকল দিক থেকেই ক্ষতিগ্রস্থ। আসুন,সুস্থ থাকার প্রত্যয়ে করোনা মুক্ত দেশ গড়ার আকাংক্ষা নিয়ে আমরা এবারের পবিত্র ঈদুল ফিতর নিজ নিজ অবস্থানে থেকে উদযাপন করি।

আমাদের দেশ থেকে করোনা নামক ভাইরাস দূর করে শান্তির সমাজ গড়ে তুলতে হবে। আমরা আল্লাহর কাছে পবিত্র রমজান মাসে বাড়িতে অবস্থান করে ইবাদতের মাধ্যমে মহামারি করোনা হইতে মুক্তির জন্য প্রার্থনা করি।

তিনি আরো বলেন আমরা বেঁচে থাকলে আরো ঈদ করতে পারবো কিন্তু কেউ করোনা আক্রান্ত হয়ে মারা গেলে সারা জীবনের জন্য তাকে হারাবো। তাই সবাইকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে এবারের ঈদ উদযাপন করার জন্য অনুরোধ জানান।

তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে দেশবাসী এবং ভালুকা উপজেলা ছাত্রলীগের সকল নেতা কর্মীকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এবং তিনি আরো জানান আমি বাংলাদেশ ছাত্রলীগ ভালুকা উপজেলা ছাত্রলীগের সকল নেতা, কর্মীর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই।

ঈদ মোবারক

আরও পড়ুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়